তীব্র গরমের কারণে গত কয়েকদিনে কানাডার দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১৩০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানায়।
কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তৃতীয় দিন দেশটিতে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি করলো। চলতি সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কখনোই ৪৫ সেন্টিগ্রেডের ওপরে ওঠেনি।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ জানায়, সোম ও মঙ্গলবার, এই দুই দিনেই প্রায় ৭০ জনের মৃত্যুর কথা জানতে পেরেছে তারা। মৃতদের অধিকাংশই বয়স্ক নাগরিক। এসব মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করছে পুলিশ।