অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে জড়িত থাকার অভিযোগে দেশটির ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (০২ জুলাই) ওই ২২ কর্মকর্তার পাশাপাশি ৪টি কোম্পানিকেও কালো তালিকাভুক্ত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর। কোম্পানিগুলো থেকে মিয়ানমারের সামরিক বাহিনী লাভবান হয়ে আসছে বলে জানিয়েছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের জান্তা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের তিন প্রতিনিধি ও সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রী রয়েছেন।
গণতন্ত্রপন্থী সমর্থকদের ওপর সরকারি দলের মারণাস্ত্র ব্যবহারের জন্য ওই সাত শীর্ষ কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।