ভয়াবহ দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সাইপ্রাস। ইতিমধ্যে এই দাবানল ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে গেছে।
এতে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেলেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে, প্রচণ্ড বাতাসে দাবানল দেশটির দক্ষিণাঞ্চলের পার্বত্য বনভূমির দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনাকে দেশবাসীর জন্য কঠিন সময় বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট।
এদিকে, বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশগুলোতে এই ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।