সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার রাতে, জেবেল আলী বন্দরে নোঙ্গর করা ওই জাহাজটি বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়।
পরে ভোররাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় দুবাই কর্তৃপক্ষ। পরে দুবাইয়ের গভর্নরের গণমাধ্যম অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জেবেল আলী বন্দরের আশপাশের অধিবাসীদের বরাত দিয়ে গণমাধ্যগুলো জানায়, জাহাজটিতে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে।
তবে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।