সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটার, টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার, ক্যালিফোর্নিয়াভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।
মামলা করে ট্রাম্প দাবি করেন, এসব টেক কোম্পানির কাছ থেকে তিনি সেন্সরশিপের শিকার হয়েছেন। এসময় ফ্লোরিডা রাজ্যের ফেডারেল কোর্টেও মামলা দায়ের করার কথা জানান তিনি।
জানুয়ারিতে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সামাজিক যোগাযোগ প্লাটফর্ম থেকে তার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল।
তবে, এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।