লিওনেল মেসির বেলায়ও একই ধরনের পোস্ট করেছিলেন কাতারের আমির খলিফা বিন হামাদ আল থানির ভাই। পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত হওয়ার আগেই কাতারি আমিরের ভাই পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন।
এবার একই কাণ্ড ঘটালেন কাতারি আমিরের আরো এক আত্মীয়। খোদ কাতার আমির খলিফা বিন হামাদ আল থানির টুইটার পেজ থেকেই পোস্ট করা হলো একসঙ্গে মেসি এবং রোনালদোর ছবি। যেখানে রোনালাদোর ছবিটাও তৈরি করা হলো পিএসজির জার্সিতে। সেই টুইটে বেশ কয়েকটি ভাষায় লেখা হলো, ‘সম্ভবত।’
বেশ কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে, এ বছর না হোক অন্তত পরের বছর হলেও রোনালদোকে কিনে নিতে পারে পিএসজি। কারণ, আগামী বছর এমনিতেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রোনালদোর। তখন তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট।
এরই মধ্যে লিওনেল মেসি আসার ফলে কিলিয়ান এমবাপেকে আর ধরে রাখতে পারছে না পিএসজি। বেশ কয়েকবার বেশ ভালো কিছু প্রস্তাব দেয়ার পরও এমবাপে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। যার ফলে পিএসজিও নিশ্চিত হয়ে গেছে যে, এমবাপে আর থাকছেন না পার্ক ডি প্রিন্সেসে। এরই মধ্যে তার মন-প্রাণ সবই চলে গেছে মাদ্রিদে।
সুতরাং, এমবাপে যদি চলেই যান, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনে নেয়ার ব্যাপারে আরও অনেক দুর এগিয়ে যাবে পিএসজি।