ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের সেরা গোলস্কোরার নিজ সময়ের তো বটেই, সর্বকালের সেরাদেরও একজন। দুই দশকের ক্যারিয়ারে নিজের গোলকরার ক্ষমতাকে প্রতিনিয়ত নিয়ে গিয়েছেন নতুন উচ্চতায়। ৩৯ বছর বয়সে এসেও করে চলেছেন রেকর্ড, জিতে চলেছেন একের পর এক পুরস্কার।
ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমানোর পর থেকেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন পর্তুগিজ মহাতারকা। গেল বছর জানুয়ারিতে যোগ দেয়ার পর ফেব্রুয়ারিতেই সবাইকে পেছনে ফেলে প্রথমবারের মতো জেতেন ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার।
চলতি মৌসুমে যেন আরও অপ্রতিরোধ্য ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৩৬ গোল। অ্যাসিস্ট আছে আরও ১২টি। যার সরাসরি প্রভাব পড়ছে তার সৌদি লিগের প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে। শুধু চলতি মৌসুমেই চতুর্থবারের মতো এই পুরস্কার জিতেছেন রোনালদো। এ নিয়ে পঞ্চমবারের মতো এই খেতাব জিতলেন তিনি। মার্চের সেরা ফুটবলার হওয়ার আগে গেল বছরের আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরেও মাস সেরা হন সিআরসেভেন।
গত মার্চে আল নাসরের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এর মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোলশূন্য থাকলেও, পরের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন তিনি। আর প্রো লিগে তিন ম্যাচে খেলে হ্যাটট্রিকসহ করেন ৪ গোল। এই মাসে সৌদি প্রো লিগের মাসসেরা পুরস্কার দেয়ার পেছনে বিবেচনা করা হয়েছে তার এই পারফরম্যান্স।
প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারা এবং রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য কয়েকদিন আগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন রোনালদো। পরে আবেদনের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা কমিয়ে করা হয় এক ম্যাচ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আল খালিজের বিপক্ষে ফেরার ম্যাচের আগেই তার হাতে তুলে দেয়া হলো মাসসেরা পুরস্কারের ট্রফি।