1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
অবসরের ঘোষণা দিয়েই দিলেন ভারতের অধিনায়ক
ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

অবসরের ঘোষণা দিয়েই দিলেন ভারতের অধিনায়ক

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
অবসরের ঘোষণা দিয়েই দিলেন ভারতের অধিনায়ক

সুদীর্ঘ ক্যারিয়ারে লিওনেল মেসির রেকর্ডও ভেঙেছিলেন। ২০২১ সালে মেসির আন্তর্জাতিক গোলের রেকর্ড টপকে বিশ্ব ফুটবলে ভারত ও নিজেকে নিয়ে গিয়েছিলেন সফলতার শিখরে। সময় পেরিয়েছে, বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। বিদায় বলতে যাচ্ছেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী।

অবশেষে আজ নিজের অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নিজের অবসরের বিষয়টি জানিয়েছেন সুনীল ছেত্রী।

এক্সে দেওয়া ১০ মিনিটের ভিডিও বার্তায় সুনীল বলেন, ‘একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।’

সুনীল আরও বলেন, ‘জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তার পরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।’

আগামী ৬ জুন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন। কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই দেশের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন সুনীল। কুয়েতের বিপক্ষে দেশের মাটিতেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

৩৯ বছর বয়সি এই ফুটবলার ভারতীয় ফুটবলের সর্বকালের সেরাদের একজন ছিলেন। শুধু ভারতের নয়, বিশ্ব ফুটবলে সুনীল তার নাম রেখে যাচ্ছেন রেকর্ডবুকে। এখন পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ গোল করেছেন। যা ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় চতুর্থ।

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.