ইপসউইচ টাউনের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকেও ভয়ঙ্কর রূপ দেখালেন আর্লিং হাল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন। তাতে ৩-১ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে গেলো টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি।
হাল্যান্ড শুরুতে একটি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে দশম মিনিটে আর ভুল করেননি। সহজেই আলফোন্সে আরেওলাকে পরাস্ত করে জাল কাঁপান।
১৮ মিনিটের পরে ওয়েস্ট হ্যাম গোল শোধ দেয়। জ্যারড বাওয়েনের ক্রস রুবেন দিয়াসের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। তবে হাল্যান্ড আধঘণ্টার মাথায় আবার সিটিকে লিড এনে দেন।
৮৩তম মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তিন ম্যাচে এটি তার সপ্তম গোল। আর সিটি তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে জায়গা করে নিলো।