করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্স জাতীয় দলের ফুটবলার ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পে।
যার কারণে বুধবার (০৯ সেপ্টেম্বর) নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না এই ফরাসি ফরোয়ার্ড।
২১ বছর বয়সী তারকা করোনা আক্রান্ত হওয়া নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ খেলতে পারবেন না।
সোমবার সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অনুশীলন শেষে রিপোর্ট পেয়ে তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং সন্ধ্যায় বাড়ি চলে গেছেন। ’
গত সপ্তাহে পিএসজির ৬ তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হন। এবার হলেন এমবাপ্পে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি