ফরাসি লিগ ওয়ানে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নেইমারের পিএসজি।
ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইকে আতিথ্য দেয় অ্যাঞ্জার্স। সমীকরণটা ছিলো ম্যাচ জিতলেই টেবিল টপার পারসিয়ানরা। যদিও ম্যাচের শুরুতেই ছন্দহীন ফুটবল নেইমার-এমবাপ্পেদের। প্রতিপক্ষের রক্ষণপ্রাচীর যেনো কিছুতেই ভেদ করতে পারছিল না বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের দিন বড়সড় একটা ধাক্কা খেয়েছিল পিএসজি। নবনিযুক্ত প্রধান কোচ মাওরিসিও পচেত্তিনোর করোনাভাইরাসে আক্রান্তের খবর আসে। রাতে আর্জেন্টাইন কোচ টিভিতে দেখলেন শিষ্যদের কষ্টের জয়। সহকারী কোচরাই দলকে জেতালেন। এই ম্যাচের আরেকটা স্বস্তি হচ্ছে নেইমার ও এমবাপ্পেকে শুরুর একাদশে পাওয়াটা।
জয়সূচক গোলটা অবশ্য দুজনের একজনও করেননি। গোলের সুযোগ পেয়েছিলেন তারা। কিন্তু কাঙ্খিত জালের ঠিকানা খুঁজে পাননি। ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য ড্রয়ের আশঙ্কা জাগিয়েছিল পিএসজি। অবশেষে ৭০ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক শিবির। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন কুরজাওয়া।
এ জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিঁওকে হটিয়ে শীর্ষে উঠে এলো পচেত্তিনোর দল।