উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অল-ইংলিশ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের মত মহারণে ম্যানচেস্টার সিটি, চেলসির সামনে দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও ২।
ম্যানচেস্টার সিটির লিগ কাপ, প্রিমিয়ার লিগ শিরোপার পর তাদের সামনে মৌসুমের তৃতীয় ট্রফি জেতার সুযোগ। অন্যদিকে, টমাস টুখেল জাদুতে বদলে যাওয়া চেলসির সামনে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি। পোর্তোতে ফাইনালকে সামনে রেখে পর্তুগাল পৌঁছেছে দুদলই।