কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। মেসির রেকর্ড গোলেও চিলির বিপক্ষে জয় পেল না আকাশি-নীল জার্সিধারীরা।
খেলার ৩৩তম মিনিটে ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন লিওনেল মেসি। আর প্রথমার্ধে লিড ধরে রেখেই বিরতিতে যায়। তবে বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে নিকোলাস টাগলিয়াফিকো আর্তুরো ভিদালকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় চিলি।
পেনাল্টি শট নিতে আসেন ভিদাল। তাঁর নেওয়া পেনাল্টি শট দারুণ ভাবে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দ্রুততার সঙ্গে ডি-বক্সে ঢুকে ফেরত আসা বল হেড করে জালে জড়ান এডুয়ার্দ ভারগাস। আর তাতেই সমতায় ফেরে চিলি।
এতে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল মেসিরা।
শেষ পর্যন্ত ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। আরও একবার লাল দুর্গের দুয়ার ভাঙতে ব্যর্থ আর্জেন্টিনা।