আপনি কি ফুটবলপিয়াসু? উত্তর যদি হয় ‘হ্যাঁ’ তাহলে বুকে হাত দিয়ে বলুন তো, এমন একটা রাত শেষ কবে দেখেছিলেন? খুঁজে পাচ্ছেন না তো?
রোমাঞ্চকর! অবিশ্বাস্য! অতুলনীয়! ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যকার শেষ ষোলর ম্যাচটিকে কোনো বিশেষণেই বিশেষায়িত করা সম্ভবপর হচ্ছে না। রোমেনিয়ার বুচারেস্টে নির্ধারিত ৯০ মিনিট শেষে আসেনি কোনো ফলাফল। তবে দুই দল মিলিয়ে গোল করে ছয়টি। ম্যাচের প্রথমে সেফেরোভিচের গোলে পিছিয়ে পড়েও করিম বেনজেমার জোড়া গোলের সঙ্গে পল পগবার দূরপাল্লার দুর্দান্ত এক গোলে ৭৫ মিনিটের মধ্যেই ৩-১ ব্যবধানে লিড নেয় ফ্রান্স। তবে ম্যাচের শেষ ১০ মিনিটে দুর্দান্ত পারফর্ম করে সেফেরোভিচ ৮৫ মিনিটে আর ৯০ মিনিটে গ্যাভ্রানোভিচের গোলে ম্যাচ পৌঁছে যায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল না আসায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করল সুইজারল্যান্ড।
ট্রাইবেকারে নিজেদের ৫টি শটের সবকটিতেই গোল করে সুইসরা। আগের ৪টিতে গোল করে ফরাসীরাও। মিস করেছেন কে জানেন? কিলিয়ান এমবাপ্পে। শেষ শটটা নিতে এসে দিয়েছেন সুইস গোলকিপারের হাতে। ম্যাচটাও দিয়ে এসেছেন তাদেরকে। ডুবিয়েছেন বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে ইউরো খেলতে আসা ফ্রান্সকে।