নিউজ ডেস্ক / বিজয় টিভি
সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এসব স্মারক সাক্ষর হয়। কৃষি, স্বাস্থ্য, নৌ পরিবহন, পর্যটনসহ নানা ক্ষেত্রের সহযোগিতার পাশাপাশি দেশটি ১৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দাবি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-শেরিং এর নেতৃত্বে সম্ভাবনার বিভিন্ন খাত নিয়ে দুই পক্ষের আলোচনা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি