পাটুরিয়া এবং দৌলতদিয়া নদী বন্দর ১৩৫১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এই কাজ বাস্তবায়ন হলে দুপ্রান্তে ভাঙ্গন হবে না। ঘাটগুলো ঝুকিমুক্ত হবে।
শুক্রবার বিআইডব্লিউটিএ’র জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদী ভাঙ্গণ এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া’ ফেরিঘাট প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, ১৩৫১ কোটি টাকা ব্যয়ে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দরের আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হলে দুপ্রান্তে ভাঙন হবে না। ঘাটগুলো ঝুকিপূর্ণ হবে না। এর স্থায়ী সমাধান হবে এবং জনগণের দুর্ভোগ কমে যাবে। নৌপথগুলোর নাব্যতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় সার্বিক বিষয়টি তদারকি করছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রজেক্ট বাস্তবায়ন হলে ফেরীঘাটের সমস্যার স্থায়ী সমাধান হবে। জনগণের দুর্ভোগ কমে যাবে। নৌপথগুলোরনাব্যতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় সার্বিক বিষয়টি তদারকি করছে বলে জানান প্রতিমন্ত্রী।
করোনার প্রকোপ সম্পর্কেতিনি বলেন, দেশের স্বার্থে সকলের স্বার্থে স্বাস্থ্যবিধি মানতে হবে। সচেতনতার কোন বিকল্প নাই। স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী পরে পাবনার কাজিরহাট ঘাট পরিদর্শন করেন।