চন্দনাইশ উপজেলার পশ্চিম হারলা লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে শুরু হয়েছে ৬ দিনব্যাপী মহতি ধর্মীয় উৎসব।
শ্রী চন্ডীযজ্ঞ সাধু সম্মেলন ও শ্রী বাসন্তি মায়ের পুজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রয়েছে ৬ দিনব্যাপী এ আয়োজনে। বিশ্বশান্তি কামনায় প্রতিবছরের ন্যায় এবারো শনিবার মন্দির প্রাঙ্গনে ভুবনমঙ্গলের যজ্ঞ অনুষ্ঠিত হয়। চন্ডীযজ্ঞের পৌরহিত্য করেন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। এ অনুষ্ঠান চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী এ আয়োজন প্রতিদিনই হাজার হাজার ভক্ত উপভোগ করছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি