গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। ০৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকে
০৪ আগস্ট বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহীর ৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, কুষ্টিয়ার ১ জন এবং চুয়াডাঙ্গার ১ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৪ জন, উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা নেগেটিভ হয়ে ২ জন মারা গেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন ও উপসর্গ নিয়ে ২১৪ জন ভর্তি রয়েছেন।
তিনি আরও বলেন ‘রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ।’