নিউজ ডেস্ক / বিজয় টিভি
সিলগালা করে দেয়া হলো রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন।
ভবনটিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের মালামাল সরিয়ে নিতে চার দফায় সময় বেঁধে দেওয়ার পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এটি সিলগালা করে দেয়া হয়। এর আগে, ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরাতে চার দফা সময় বেঁধে দেওয়া হয়। মালামাল সরানোর পর ইউটিলিটি সেবা গ্যাস, বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। এরপর সেনাবাহিনীর সহায়তায় এ ভবনটি অপসারণের কাজ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি