করোনা মহামারির মধ্যে রাজধানীতে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৮ জন। এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ১৮৯ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ৯ জন।
১৫ আগস্ট (রোববার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬ হাজার ১০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৬ জন।
এর আগে ১৪ আগস্ট (শনিবার) ২৫৭ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৩ আগস্ট (শুক্রবার) ২১১ জন, ১২ আগস্ট (বৃহস্পতিবার) ২৪২ জন, ১১ আগস্ট (বুধবার) ২১৩ জন, ১০ আগস্ট (মঙ্গলবার) ২২৬ জন, ৯ আগস্ট (সোমবার) ২১০ জন, ৮ আগস্ট (রবিবার)২২৪ জন, ৭ আগস্ট (শনিবার) ২০৪ জন, শুক্রবার (৬ আগস্ট) ২১৪, বৃহস্পতিবার (৫ আগস্ট) ২১৮, বুধবার (৪ আগস্ট) ২৩৭, মঙ্গলবার (৩ আগস্ট) ২৬৪ ও সোমবার (২ আগস্ট) দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।