বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
দুপুরে রাজধানীর বেইলি রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, দেশে বড় ধরনের নাশতকার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, সন্দেহজনক কিছু দেখলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি