ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের ছেলেমেয়েরা যেন আরও বেশি দক্ষতা অর্জন করতে পারে সরকার সেই পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে বলেও প্রত্যাশা সরকার প্রধানের। এসময় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে দেশকে রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি