রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৫৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৫২ কেজি গাঁজা ও ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।