দেশে চালের কোনো ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সরু চালের দাম নিয়ন্ত্রণে সরকার নজরদারি বাড়িয়েছে।’
বুধবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২ উপলক্ষ্যে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, আপাতত মোটা চাল আমদানি করবে না সরকার। সারা দেশে এক হাজার ৭৬৩ জন ওএমএস ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যের চাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। সরু চালের দাম বাড়ার কারণ হিসেবে চাল প্যাকেটিং কোম্পানিগুলোকে দায়ী করেন মন্ত্রী।
অচীরেই নওগাঁ, নাটোর, কুষ্টিয়াসহ চাল কল এলাকায় মজুদদারদের ধরতে অভিযান চালানো হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
একই অনুষ্ঠানে নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সৎ থাকার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।