নিউজ ডেস্ক / বিজয় টিভি
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, ভোর সাড়ে ৫টায় তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সকাল ১০টায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে তার প্রথম ও দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় জানাজা হয়। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব, পিবিআই, সিআইডিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। ৫ মে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় কঙ্গোর কিনসা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন রৌশন আরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি