নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঈদকে সামনে রেখে ট্রেন ও বাসের আগাম টিকেট বিক্রির সময় নির্ধারণ করেছে রেলওয়ে ও বাস কোম্পানিগুলো। ঈদে বাসের আগাম টিকেট ১৭ মে থেকে আর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ২২ মে।
কমলাপুর ছাড়া ঢাকার চারটি এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে। ৫ মে ঈদের দিন ধরে টিকেট বিক্রি কার্যক্রম শুরু হবে। ২২ তারিখে বিক্রি হবে ২৯ তারিখের টিকেট। চলবে ২৬ তারিখ পর্যন্ত। রেল কর্তৃপক্ষ জানায়, ১৫ মে সংবাদ সম্মেলন করে আগাম টিকেট বিক্রির বিষয়ে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ১৭ মে থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়ে তা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের আগে ৩০ মে থেকে অগ্রিম টিকেটের বাসের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
https://youtu.be/atpPH4435Wk
নিউজ ডেস্ক / বিজয় টিভি