৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও জাল নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। আড়তগুলোতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। শনিবার মধ্যরাতে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছিলেন জেলেরা।
এদিকে, অন্যান্য এলাকার ন্যায় চট্টগ্রামের আনোয়ারার গহিরা সাগর পাড়ে ব্যস্ত সময় কাটাচ্ছে জেলেরা৷
উপকূলীয় গহিরার উঠান মাঝির ঘাটে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন নিস্তব্ধ সাগরপাড়ে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। এ উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তবে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় বেকার সময় কেটেছে তাদের। দীর্ঘ ৬৫টি দিন পর নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও স্বস্তি ফিরেছে তাদের মনে।