ঈদের আগেই পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ঈদের আগেই শ্রমিকদের ব্যাংক হিসাবে তাদের বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে ২৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। এতে প্রায় ৮০ হাজার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় নয় দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি