বাংলাদেশ ট্রেডিং করপোরেশন কর্তৃক এককোটি পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শুধুমাত্র ঢাকায় সাড়ে চার লাখ ফ্যামিলি কার্ড বিতরণ বাকি রয়েছে। বাকি কার্ড বিতরণ করা হয়েছে। এসময় জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে দ্রব্যমূল্য বেড়েছে যা রাতারাতি কমানো সম্ভব নয়, এর জন্য সময় প্রয়োজন।