মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, দুপুরে গ্রামের একটি ঝোপের আড়ালে নিয়ে ইসমাইল শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে রায়পাড়া খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।