চলছে পৌষের মাঝামাঝি সময়। শীতের এ সময়ে বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতার। একইসঙ্গে শীতকালীন সবজিতে ভরে গেছে রাজধানীর প্রতিটি বাজার। দামও রয়েছে নাগালের মধ্যে।
বাজারে ৩০-৪০ টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। এদিকে, দীর্ঘদিন পর কমতির দিকে চালের দাম। তবে শুধু মোটা চালের দামই কমেছে।
স্বর্ণা ও পাইজাম জাতের চালের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। তবে এখনো অপরিবর্তিত সরু চালের দাম।
কিছুটা বেড়েছে মশুর ডালের দাম। পেয়াজ, রসুন, আদার দাম অপরিবর্তন থাকলেও এ সপ্তাহে পাইকারিতে বেড়েছে পামওয়েলের দাম। যদিও খুচরা বিক্রেতারা বলছে, সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। এছাড়া ডজনে ৫ টাকা কমেছে ডিমের দাম। এদিকে, বেড়েছে খাসি ও ব্রয়লার মুরগির মাংসের দাম।
কেজিতে একশ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১১শ টাকায়। তবে গরুর মাংসের দাম আগের মতোই ৭শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চড়া রয়েছে মাছের বাজারও