ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস ডে নামে পরিচিত।
প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়। কেউ কেউ এই দিনে রোমান্টিক পরিকল্পনা করেন বা তাদের প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ড্রাইভে যান।
তবে আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। চলবে উপহার দেওয়া-নেওয়া।