আসন্ন ঈদে বিআরটিসির বহরে নতুন ২৫৩টি বাস যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে বিআরটিসি আয়োজিত এক মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১ হাজার ১৪২টি বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টি বাসের সঙ্গে এসব নতুন বাস যুক্ত হওয়ায় ঈদে গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, টঙ্গী-গাজীপুরের সড়কের যানজট নিরসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে।