খাদ্যে ভেজালের মতো এখন রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দলকে ‘ভেজালমুক্ত’ করার প্রচেষ্টার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী কাউন্সিলে দলকে ভেজালমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। বলেন, এরা দল ও দেশের জন্য ক্ষতিকর। এছাড়া, যারা খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই অসাধু ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি