জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া বকশীগঞ্জ সাধুরপাড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র্যাব।
শনিবার সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে চেয়ারম্যান বাবুসহ তিনজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানান, চেয়ারম্যান বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে।আজ সন্ধ্যায় র্যাব মিডিয়া সেন্টারে এর বিস্তারিত জানানো হবে।
এদিকে, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।মামলায় আসামি করা হয়েছে ৪৫ জনকে।