রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- জান্নাত আক্তার (১৮) ও মো. শামীম (৩৫)। জান্নাত সদ্য ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন। এ ঘটনায় সাদিয়া আক্তার (৮) নামে এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। চালকের নাম সাঈদ নবী (২৪)। এছাড়া গাড়িটিও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, জান্নাত গতকাল রাতে মারা যায়। আর শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।