ঈদের পর বিভাগীয় শহরগুলোতে সম্মেলনের মাধ্যমে দলকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে ১৪ দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এছাড়া, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর সাথে আঁতাত করে বিএনপি নিজেদের ধ্বংস ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি