রাজধানীর কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় অজ্ঞাতপরচিয় (৩৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর। তিনি বলেন, ডিউটি করার সময় আমরা খবর পাই কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এই ঘটনায় ঘাতক পিকআপ চালক ও পিকআপটি করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার মরদেহ সনাক্তের চেষ্টা চলছে।