শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা।
নির্দেশনা অনুযায়ী, নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আসছেন সমাবেশে। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন। ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের ৫ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। সকাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত তারা ঢাকায় সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন।
এরইমধ্যে সমাবেশস্থলে এসে জড়ো হয়েছেন অনেকে
সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম। আড়াইটায় শুরু হবে মূল অনুষ্ঠান। এদিন স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সব মিলিয়ে কয়েক লাখ লোকের জমায়েত করার পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।