দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেরদৌস বিপুল ভোটে ঢাকা-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পাঁচদিনের মাথায় এলো নতুন সিনেমার ঘোষণা। ‘জুলি’ নামের নতুন সিনেমায় তাকে দেখা যাবে বলে জানান গুণী নির্মাতা ছটকু আহমেদ।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ-ভারত দুই দেশে সমানভাবে কাজ করেছেন। দুই বাংলার জনপ্রিয় এই নায়ক রাজনীতির মাঠেও সফল।
‘জুলি’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। এতে ফেরদৌস ছাড়াও অভিনয় করবেন রিয়াজ আহমেদ, জ্যোতিকা জ্যোতি, অমিত হাসান, রাদিফাসহ অনেকে।
সিনেমায় শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন নির্মাতা। সব ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষে অথবা মার্চে এর দৃশ্যধারণ শুরু হবে। সিনেমায় জুলি চরিত্রে অভিনয় করবেন রাদিফা। তার মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে এটি।
এ বিষয়ে ছটকু আহমেদ বলেন, দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন টেবিল ওয়ার্ক করছি। কিশোরী জুলিকে ঘিরে কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। ’
এতে অভিনয় প্রসঙ্গে অমিত হাসান বলেন, সিনেমাটি নিয়ে ছটকু আহমেদের সঙ্গে কথা হয়েছে। তবে চূড়ান্ত কথা হয়নি। দৃশ্যধারণের আগে আগে হয়তো আমাকে জানাবেন তিনি। শুনেছি অনেকশিল্পীর সমাবেশ ঘটবে এ সিনেমায়।
ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় ফেরদৌস অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।