মুন্সীগঞ্জ সদরে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে হাসান আলী দেওয়ান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকার একটি নির্জন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান দক্ষিণ কাজী কসবা এলাকার বাসেদ দেওয়ানের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।স্বজন ও স্থানীয়রা আরও জানান, হাসান মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদক সেবন করে বিভিন্ন স্থানে পড়ে থাকতো। গত বছরেও একবার হারিয়ে গিয়েছিল। মরদেহ পাওয়া ডোবার পাশের ঝোপেও বিভিন্ন সময় মাদক সেবন করতো। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের পর ডোবায় পড়ে গিয়ে থাকতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মাদকাসক্ত ছিল বলে স্থানীয় ও স্বজনদের কাছে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।