নিউজ ডেস্ক / বিজয় টিভি
দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার স্বাস্থ্যবীমা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানে পরীক্ষামূলকভাবে তিনটি উপজেলায় এই বীমা কার্যক্রম চালানো হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তিনি। সংসদে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও কালিহাতি উপজেলায় ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবীমা কার্যক্রম চালু হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার ‘হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ২০১২-২০৩২’ প্রণয়ন করেছে। দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি-এসএসকে’ শীর্ষক পাইলট কার্যক্রমের আওতায় ৭৮টি ভর্তিযোগ্য রোগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি