রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরীপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ৮তলা থেকে পড়ে মো. মামুন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতের ছোট ভাই আব্দুল মোতালেব বলেন, আমার ভাই নির্মাণ কাজের ঠিকাদারি করতেন। আজ সন্ধ্যার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় একটি ভবনের নির্মাণকাজের তদারকি করতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ৮তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি ভোলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামে। আমার বাবার নাম ইদ্রিস মিয়া। মালিবাগের চৌধুরীপাড়ায় ভাড়া থাকি আমরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।