দলের গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দূর্নীতিবাজ দল।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যৌক্তিক আন্দোলনের দাবি সব দলেরই রয়েছে। তবে বিগত দশ বছরে রাজপথে বিএনপির অবস্থান দেখে মনে হয়েছে দলটি আন্দোলনের শক্তি হারিয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি