পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ভেমটিয়া গ্রামের কুদ্দুসের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক বেলাল হোসেন (৩৫) বীরহলি গ্রামের ইউসুফ আলী ছেলে।
আড়ও পড়ুন: পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত
স্থানীয়রা জানায়, সকালে পীরগঞ্জ থেকে বেলাল ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে সিমেন্ট নিয়ে ফিরছিলেন। এ সময় পেছন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল রহমান অশ্রুর প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।