রাজধানীর সবুজবাগের ‘মায়াকানন’ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে ওই এলাকার ৭ নম্বর জামে মসজিদের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের বাইরের দিকে মাচান বেঁধে কাজ করার সময় সেটা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান।
ঘটনার পরপরই লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই শ্রমিক মারা যান। এ ঘটনায় অপর আরেকজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।