নিউজ ডেস্ক / বিজয় টিভি
বেগম খালেদা জিয়ার পক্ষে সময় প্রার্থনার আবেদন মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানো মামলায়
সকালে কুমিল্লা জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। অন্য মামলায় জেলে থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময় আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন। জানা যায়, ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে, হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন লাগানোর ঘটনায় এসআই নূরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে ৩২ জনের বিরুদ্ধে এই নাশকতার মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি