বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াল।
রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়। গড়ে সব খাতে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে । বিইআরসির আদেশ অনুযায়ী, আগামী মাস থেকে আবাসিক গ্রাহকদের রান্নাঘরে দুই চুলার জন্য ৯৭৫ টাকা এবং এক চুলার জন্য দিতে হবে ৯২৫ টাকা। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, আগামী মাস থেকে তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা ধার্য করা হয়েছে। এছাড়া, যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার হবে ৪৩ টাকা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি