পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানত্রেী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষনের মামলায় বিএনপির ৩০ নেতার্কমীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ উপস্থিত বিএনপির ৩০ নেতার্কমীসহ এ মামলার সব আসামীর জামিন আবদেন নামঞ্জুর করে বিচারক রোস্তম আলী। মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু।পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোস্তম আলীর উপস্থিতিতে সকাল ১০টায় এই মামলার যুক্তিতর্ক শুরু হয়। উল্লেখ্য, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তাকে বহনকারী ট্রেনে গুলর্বিষণ করা হয়। পরে রেলওয়ে পুলিশ বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ে করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি