শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের ১০০টি টিম।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, কমলাপুর টিটি পাড়া পাম্প স্টেশনে ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি বড় পাম্প এবং তিনটি ছোট পাম্প সচল রয়েছে। ধোলাইখাল পাম্প স্টেশনে ৭.৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প সচল রয়েছে। বড় চারটি ও ছোট তিনটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে ২৫ হাজার ৪২৫ লিটার পানি নিষ্কাশন করা হচ্ছে। হাতিরঝিল স্লুইস গেট চালু রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ‘গত ৭ জুলাই থেকে ১২ জুলাই দুপুর পর্যন্ত জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপতালের ইন্ডোর ও আউটডোরে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে প্রায় ৫০০ রোগী জ্বরের চিকিৎসা নিচ্ছেন।’
হাসপাতালে বেড সংকটের বিষয়ে এই চিকিৎসক বলেন, ‘প্রতিদিনই রোগী আসছে। যেসব বেডের রোগী ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছেন, সেসব বেডে রোগী উঠানো হচ্ছে।’
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে এসময় ভাইরাসজনতি জ্বরে মানুষজন আক্রান্ত হন। এতে ভয়ের কিছু নেই। ঋতু পরিবর্তন হয়ে গেলে জ্বরের প্রকোপ কমে যাবে।’
তিনি আরো বলেন, ‘যারা আক্রন্ত হবেন, তাদের মনে রাখতে হবে এই জ্বর ৫ থেকে ৭ দিন স্থায়ী হয়। জ্বর থেকে স্বস্তি পেতে রোগীকে নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। পাশাপাশি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করতে হবে।’